Basic C programming Tutorial Bangla Part-02 : ভেরিয়েবল , ডাটা টাইপ এবং কি-ওয়ার্ড কি?
ভেরিয়েবল :
ভেরিয়েবল হচ্ছে একটা উপাদান বা মাধ্যম যার দারা প্রোগ্রামে ডাটা রাখা হয় বা ব্যবহার করা হয়।
এখন একটি উদাহরণ দেখা যাক ঃ
A=10;
B=20;
C=A+B;
এখানে A হচ্ছে একটি ভেরিয়েবল এবং 10 ডাটাটি কে এই A ভেরিয়েবলের মাধ্যমে ব্যবহার করতে হবে ঠিক একই ভাবে উপরের সব ভেরিয়েবল একটি প্রোগ্রামে কাজ করে থাকে।
ডাটা টাইপ :
একটি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করতে হয়। তাই ডাটাটি কোন টাইপের হবে সেটা আগে থেকেই নির্ধারণ করে দিতে হবে।
সি প্রোগ্রামে চার ধরণের ডাটা টাইপ আছে ঃ
char = ‘a’
int = 123
float = 5.1246
double = 5.15551245
কি-ওয়ার্ড :
প্রতিটি প্রোগ্রামিং ভাষায় বেশ কিছু সংরক্ষিত শব্দ আছে এবং এই শব্দগুলোর বিষেশ কার্যকারিতা আছে । এই শব্দ গুলো কি-ওয়ার্ড ব্যাতিত অন্য কোন স্থানে ব্যাবহার করা যাবে না ।
এখন কিছু কি-ওয়ার্ড দেখা যাক :
- break
- for
- else
- short
- switch
- long
- int
- char
- case
- return
- while
- if
- goto
- float
Hits: 69