গত এক বছরে পাবজি গেইমের আয় হয়েছে ৯২ কোটি ডলার
জনপ্রিয় গেম পাবজি দিয়ে পাবজি কর্পোরেশন ২০১৮ সালে আয় করেছে ৯২০ মিলিয়ন ডলার (৯২ কোটি ডলার)
আর ভিতর তাদের লাভ হয়েছিল ৩১১ মিলিয়ন ডলার। পরিসংখ্যানটি ভিডিও গেইম বিশেষজ্ঞ ড্যানিয়েল আহমাদের একটি টুইট পোস্ট থেকে জানা যায়। তিনি আরও জানান, পিসি সংস্করণ থেকে আয় হয়েছে ৭৯০ মিলিয়ন ডলার এবং মোবাইল সংস্করণ থেকে আয় হয়েছে ৬৫ মিলিয়ন ডলার। ৬০ মিলিয়ন ডলার আয় করেছে কনসোল থেকে।
পিসির চেয়ে মোবাইল সংস্করণে আয়ের পরিমাণ অনেক কম। এব্যাপারে আহমাদ জানিয়েছেন, পাবজির মোবাইল সংস্করণটি তৈরি করে বাজারে ছেড়েছে টেনসেন্ট, পাবজি কর্পোরেশন নয়। তাই শুধু বার্ষিক লাইসেন্স ফি ও টেনসেন্টের আয়ের ভাগ পায় পাবজি করর্পোরেশন।
চীন সরকার গেইমটির মোবাইল সংস্করণ আনার অনুমতি দেয়নি। তবে চীনের বাজারে মোবাইল সংস্করণ প্রবেশ করতে না পারলেও এশিয়া থেকে মোট আয়ের ৫৮ শতাংশ আয় করেছে পাবজি।
পাবজি মুক্তি পায় ২০১৭ সালের ২৩ মার্চ। সার্ভাইভাল ঘরানার গেইমটিতে সম্পূর্ণ খালি হাতে অন্যান্য গেইমারদের সঙ্গে একটি এলাকায় ছেড়ে দেওয়া হয় গেইমারকে। এরপর এলাকায় থাকা অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র কাজে লাগিয়ে সবার মধ্যে টিকে থাকার মাধ্যমেই একেকটি ম্যাচ এগিয়ে চলে। শেষ পর্যন্ত জীবিত থাকা একজনই সেই ম্যাচের বিজয়ী হয়।
Hits: 15